Captcha / ক্যাপচা

ক্যাপচা হচ্ছে কম্পিউটার-সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহৃত এমন একটি প্রশ্নোত্তরভিত্তিক (চ্যালেঞ্জ-রেসপন্স) পরীক্ষা যার মাধ্যমে নির্ণয় করা হয় ব্যবহারকারী আসলে মানুষ কি না। টর ব্যবহারকারীদেরকে প্রায়ই ক্যাপচার সমাধান করতে হয়, কারণ টর রিলেগুলো থেকে এত বেশি রিকোয়েস্ট পাঠানো হয় যে, অনেক ওয়েবসাইটই সহজে বুঝে উঠতে পারে না সেগুলো আসলে কোনো মানুষ পাঠাচ্ছে নাকি কোনো বট।

Spelling notes:

"Captcha"-র শুধু প্রথম বর্ণ বড় হাতের অক্ষরে হবে, কারণ এটি এখন ইংরেজিতে বিশেষ্য (noun) হিসাবে বিবেচিত